জেনে নিন ঘরোয়া ম্যানিকিউরের উপায় (Ways of manicure at home)

by Kazi Shaila Afroz
24 December 2018
1 min read

ত্বকের সুস্থতার প্রথম শর্তই হলো ত্বক পরিস্কার রাখা।শীতকালে অন্যান্য সময়ে তুলনায় হাতের ত্বক অনেক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে।আর এজন্য দরকার বাড়তি চর্চার।
চলুন জেনে নেই শীতকালে হাতের ত্বক মসৃন রাখতে কিভাবে বাড়িতে বসেই ত্বকের যত্ন নিবেন।
শীতের সময় হাতের ত্বকের খসখসে ভাব দূর করার জন্য লেবুর রসে এক চা চামচ মধু বা চিনি মিশিয়ে পুরো হাতে ঘষুন।হাতের কনুইয়ে খসখসে দানা থাকলে পাকা কলা চটকে তাতে এক টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিন।চিনি গলে না যাওয়া পর্যন্ত মিশ্রনটি হাতে ঘষতে থাকুন।এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।অনেক সময় কনুইয়ের অংশ কালো হয়ে যায়।এ সমস্যা থেকে মুক্তি পেতে লেবুর রসের সাথে চিনি মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট কনুইয়ে ঘষতে থাকুন।এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।হাতের ত্বক ভালো রাখতে নিয়মিত ম্যানিকিউর করা উচিত।এ জন্য প্রথমে নেইল পলিশ উঠিয়ে নখ সমান করে কেটে নিন।একটি পাত্রে সাবান অথবা শ্যাম্পু দিয়ে পানি গুলিয়ে মিনিট পাঁচেক হাত দুটি ডুবিয়ে রাখুন।এরপর সেখানে চিনি মিশিয়ে ভালো ভাবে হাত দুটো স্ক্রাব করুন।এতে ত্বকের মরা চামড়া উঠে যাবে।তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিন।এরপর লোশান বা ভালো মানের ময়শ্চারাইজার ক্রিম দিয়ে ম্যাসেজ করুন।চাইলে লোশনের বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।

সপ্তাহে অন্তত দুইদিন ম্যানিকিউর করালে হাতের ত্বক শীতকালেও থাকবে সতেজ প্রানবন্ত।বর্তমান কর্মব্যস্ত জীবনে অনেকেরই ইচ্ছে থাকলেও যত্ন নেয়ার সময় হয় না।আর তাই আপনাদের কথা ভেবেই Romoni.xyz পার্লারের সকল সার্ভিস নিয়ে পৌছে যাবে আপনার দরজায়।আর এ জন্য আপনাকে Romoni অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।

bit.ly/romonibd

অথবা আমাদের সরাসরি ইনবক্স করুন।