শীতে ত্বক সুস্থ রাখার উপায় (Way of keep healthy skin in winter)

by Nahar Rupa
24 December 2018
1 min read

শীতকালীন উষ্ণ সূর্যের তাপে হেঁটে যাওয়া বা আবহাওয়া উপভোগের আনন্দ আমরা সকলেই সাদরে গ্রহন করতে চাই।শীতকালীন পুরোটা সময়ই উপভোগ করা গেলেও সম্ভবত এই ঋতু সম্পর্কিত সবচেয়ে সাধারণ সমস্যা শুষ্কতা এবং ত্বক রুক্ষ হয়ে যাওয়া।সারা বছরের চেয়ে শীতে ত্বকের যত্নে একটু ভিন্নতা আনা চাই।
আমাদের প্রকৃতিতেই এমন কিছু উপাদান রয়েছে যা দ্বারা অনায়াসে শীতকালেও উজ্জ্বল হয়ে উঠবে আপনার ত্বক।

**কাঁচা দুধ এবং মধু

দুধ সেরা প্রাকৃতিক ময়শ্চারাইজিং গুলোর মধ্যে একটি যা ত্বক নরম মোলায়েম রাখতে সাহায্য করে।আর মধু ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে ত্বক ভেতর থেকে পরিষ্কার করে।এই দুটি উপাদান প্রতিটি এক টেবিল চামচ করে একটি পাত্রে ভালোভাবে মিশ্রণ করে মিশ্রণটি ত্বকে 15 মিনিটের জন্য লাগিয়ে রাখুন।শুকিয়ে আসলে কুসুম গরম পানির সাহায্যে আলতো করে ধুয়ে ফেলতে হবে।

**কলা এবং দুধ

যদি আপনার ত্বক অধিক শুষ্ক হয় তবে এ মিশ্রনটি আপনার ত্বক হাইড্রেট করবে।আর যদি অধিক তৈলাক্ত হয় তবে দুধের পরিবর্তে মধু ব্যবহার করা যেতে পারে।একটি কলাকে ভালোভাবে চটকিয়ে তার সাথে দুই টেবিল চামচ দুধ মিশিয়ে নিতে হবে।মুখে এবং ঘাড়ে মিশ্রনটি লাগিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।শুকিয়ে যাওয়ার পর তা উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।এই প্যাকটি আপনার ত্বককে ভেতর থেকে মোলায়েম করবে এবং শুষ্কতা থেকেও বাঁচতে সাহায্য করবে।

**পেঁপেঁ ও কাঁচা দুধ
পেঁপেঁ ত্বককে করে নরম এবং এর মাধ্যমে ত্বক প্রয়োজনীয় পুষ্টি পেয়ে থাকে।অন্যদিকে কাঁচা দুধ ভিটামিন ই সমৃদ্ধ যা আদ্রতা দূর করতে সাহায্য করে।অর্ধেক পাকা পেঁপেঁ ভালোভাবে চটকে নিতে হবে।এর সাথে কাঁচা দুধ মিশ্রিত করে মুখে গলায় এবং ঘাড়ে প্যাকটি লাগাতে হবে।শুকিয়ে আসলে তা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।এছাড়াও শীতকালে আপনার ত্বক সুন্দর,সুস্থ ও সতেজ রাখতে Romoni.xyz দিচ্ছে নানান ধরনের ফেসিয়াল সার্ভিস।যার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করে পার্লারে যেতে হবে না।বরং আপনি ঘরে বসেই পার্লারের সুবিধা পেতে পারেন।বর্তমান কর্মব্যস্ত জীবনে অনেকেরই ইচ্ছে থাকলেও যত্ন নেয়ার সময় হয় না।আর তাই আপনাদের কথা ভেবেই Romoni.xyz পার্লারের সকল সার্ভিস নিয়ে পৌছে যাবে আপনার দরজায়।আর এ জন্য আপনাকে Romoni অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।

bit.ly/romonibd

অথবা আমাদের সরাসরি ইনবক্স করুন।

4asd.jpg