ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। আর ঈদের পোষাক বানাতে টেইলর নিয়ে ঝামেলায় পড়তে হয় কম বেশি সবারই। যে পোষাক নিয়ে এতো জল্পনা কল্পনা সেটা যদি পারফেক্ট না হয় তাহলে তো পুরো ঈদটাই মাটি।
সকল রমনীদের স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করতে "রমনী" এবার চালু করলো টেইলরিং সার্ভিস। ঘরে বসেই নিজের পছন্দের ডিজাইনের এবং পারফেক্ট মাপের জামাটি যদি ঠিক সময়ে পেয়ে যান তবে এর থেকে স্বস্তির আর কি হতে পারে?
ঈদের জামা বানাতে আর নয় টেইলরের কাছে ছুটোছুটি! এবার টেইলর নিজেই আসবে আপনার বাসায় ও নিয়ে যাবে কাপড়, মাপ সহ যাবতীয় সব তথ্য। <3 <3
আপনার সময়ের যথাযথ মূল্য দেয়ার জন্য আমরা পাশে আছি সবসময়। বিস্তারিত জানতে আমাদের কল অথবা ইনবক্স করুন।