হাত পায়ের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায় (Natural way to remove spot from skin)

by Kazi Shaila Afroz
24 December 2018
1 min read

আমরা ত্বকের যত্ন নিতে গিয়ে শরীরের অন্যান্য অঙ্গের প্রতি গুরুত্ব দেই না।অনেকেরই হাঁটু ও কনুইয়ের ত্বক শরীরের অন্যান্য ত্বকের তুলনায় একটু কালচে বর্ণের হয়ে থাকে।সূর্যের আলো,শুষ্ক ত্বক,হরমোনাল সমস্যা বা অতিরিক্ত ওজনের কারনে এ দাগ হয়ে থাকে।আর এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে ঘরোয়া কিছু উপায় রয়েছে।


১। সুগার স্ক্রাব
যা যা লাগবে:


এক টেবিল চামচ চিনি
এক চামচ অলিভ অয়েল
এক চামচ লেবুর রস
চিনি,লেবুর রস ও অলিভ অয়েল একসাথে মিশিয়ে নিন।মিশ্রনটা হাতের কনুইয়ে পায়ের হাটুর অংশে স্ক্রাব করুন।চিনি ত্বকের মৃত কোষ দূর করবে।প্রতিদিন অন্তত একবার এই পদ্ধতিতে কনুই ও হাঁটু পরিষ্কার করুন।দ্রুত ফল পাবেন।


২। বেকিং সোডা ফর্মূলা
যা যা লাগবে

এক টেবিল চামচ দুধ
চা চামচ বেকিং সোডা
দুধ ও বেকিং সোডা ভালো করে মিশিয়ে পেস্টটি কালো দাগের জায়গা গুলোতে ভালো করে ম্যাসেজ করুন।শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।বেকিং সোডা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে।সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ব্যবহার করলে দাগ হালকা হয়ে যাবে।

৩। অ্যালোভেরা


একটি অ্যালোভেরা ধুয়ে টুকরা করে নিন।টুকরা গুলো মাঝখান দিয়ে কেটে নিয়ে আক্রান্ত জায়গায় ভালো ভাবে ঘষতে থাকুন।এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।প্রাকৃতিক ভাবেই অ্যালোভেরা ত্বক উজ্জ্বল করে।এটি শুধু কনুই ও হাটুর দাগই নয় যে কোনো দূর করতে সাহায্য করে।তাই ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত তিন দিন অ্যালোভেরার রস এভাবে ব্যবহার করুন।
পার্লারে যাওয়ার মতো সময় না হয়ে উঠার কারনে আমাদের ত্বকের যত্নতেও কিছুটা ঘাটতি পরে।আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে হাত ও পায়ের যত্ন নিতে পারেন Romoni.xyz এর।আপনাকে সেরা সার্ভিসটি দেয়ার জন্য Romoni পৌছে যাবে আপনার দরজায়।আর এ জন্য আপনাকে Romoni অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।

bit.ly/romonibd

অথবা আমাদের সরাসরি ইনবক্স করুন।