ত্বক উজ্জ্বল করার ঘরোয়া উপায় (Home remedy for brightening skin)

by Tamzid Rahman Oronnno
24 December 2018
1 min read

ত্বকের উজ্জ্বলতা কে না চায়! প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় ত্বকের সৌন্দর্য্য।ত্বক হারিয়ে ফেলে তার স্বাভাবিক উজ্জ্বলতা। বাজারে অনেক ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম পাওয়া যায় যা ত্বকের মারাত্বক ক্ষতি করে।তাই এ ধরনের কেমিক্যাল ব্যবহার না করাই ভালো।বরং আমরা হয়তো জানিনা আমাদের প্রকৃতিতেই রয়েছে এমন কিছু উপাদান যা ত্বককে করে ফর্সা ও কোমল।ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে ত্বক হোয়াইটেনিং এর  অনেক প্যাক ব্যবহার করা যায়।

**হলুদ ফেস প্যাক

     •হলুদ
     •লেবুর রস
     •বেসন
     •দুধ
একটি পাত্রে দুই চামচ দুধ নিয়ে এর সাথে আধা চামচ লেবুর রস,আধা চামচ হলুদ এবং দুই টেবিল চামচ বেসন মিশিয়ে নিতে হবে।এরপর প্যাক টি মুখে লাগিয়ে না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।আস্তে আস্তে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
হলুদ আপনার ত্বক কে ভেতর থেকে হাইড্রেট করবে।ত্বকের যে কোন ইনফেকশনের জন্য এ প্যাক টি খুবই উপকারী।

**দুধ ও মধুর ফেস প্যাক

     •দুধ
     •মধু
     •লেবুর রস
যাদের ত্বক কিছুটা সেনসিটিভ তাদের লেবুর রস ব্যবহার না করাই ভালো।
এক টেবিল চামচ দুধ,দুই তিন ফোঁটা লেবুর রস ও এক চা চামচ মধু একটি বাটিতে ভালোভাবে মিক্স করে নিন।পনেরো মিনিট মুখে লাগিয়ে এরপর হালকা গরম পানি ৃিয়ে ধুয়ে ফেলুন।এ প্যাক টি প্রতিদিন ব্যবহার করলে আপনার ত্বক হবে গ্লোয়িং ও কোমল।

**বেসন ও টক দই প্যাক

       •বেসন
       •টকদই
       •হলুদ
সবগুলো উপকরন একসাথে মিশিয়ে নিন।মিশ্রনটা গোসলের আগে মুখে ও গলায় পনেরো মিনিটের জন্য লাগিয়ে রাখুন।নিয়মিত ব্যবহারে ত্বকের রোদে পোড়া ভাব দূর হয়ে যাবে।প্যাকটি আপনার ত্বক কে করবে উজ্জ্বল ও ফর্সা।

**মুলতানি ও চন্দন প্যাক

      •মুলতানি মাটি
      •চন্দন গুড়ো
      •মধু


এক টেবিল চামচ করে মুলতানি মাটি ও চন্দন নিয়ে তাতে আধা চা চামচ মধু মিশিয়ে নিন। প্যাক টি মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন।শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।মুলতানি মাটি ও চন্দন ত্বকের উজ্জ্বলতায় অনেক উপকারী।আর মধু ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে।ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত দুইদিন প্যাক টি ব্যবহার করুন।
অনেকেই সময়ে অভাবে পার্লারে গিয়ে ত্বকের যত্ন নিতে পারেন না।কিন্তু ত্বকের যত্নের সাথে কোনো আপোস নেই।তাই Romoni.xyz আপনাকে দিচ্ছে ঘরে বসে পার্লারের সকল সার্ভিস নেয়ার সুবিধা।আর এ জন্য আপনাকে Romoni অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।

bit.ly/romonibd