নিজের ত্বক অনুযায়ী বেছে নিন ফেসিয়াল

by Kazi Shaila Afroz
23 July 2019
1 min read

আসছে ঈদ। হাতে সময় খুব কম। কাজের চাপে ত্বকের যত্ন নেওয়া হয়নি অনেকের।  যেই যত্নে ফেসিয়াল একটি গুরুত্বপূর্ন বিষয়। সব ফেসিয়াল সকলের জন্য নয়। প্রত্যেকের ত্বক আলাদা, ত্বকের সমস্যাও ভিন্ন। তাই নিজের ত্বকের সমস্যা অনুযায়ী বাছতে হবে ফেসিয়াল। তবেই আপনার ত্বক ফিরে পাবে লাবন্যতা।

চলুন জেনে নেয়া যাক কোন ধরনের ত্বকের যত্নে কোন ফেসিয়াল বেশি উপকারী-

ফ্রুট ফেসিয়াল (Fruit Facial)

সেনসিটিভ ও তৈলাক্ত স্কিনের জন্য ফ্রুট ফেসিয়াল খুবই উপকারী। এই ফেসিয়ালে যে মিক্সড ফ্রুট ক্রিম ব্যবহার করা হয় যা সব ধরনের ত্বকের জন্য ভালো যায়। বিশেষ করে ফ্রুট ফেসিয়াল ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে। ত্বক টান টান রাখে।

গোল্ড ফেসিয়াল (Gold Facial)

এটা সব বয়সী ত্বকের জন্য নেওয়া যাবে। বিশেষ করে বিয়ের কনের জন্য গোল্ড ফেসিয়াল খুব ভালো ফলাফল দেবে। কারণ এটা ত্বকে সুন্দর একটা সোনালি আভা এনে দেয়। তবে সেনসিটিভ স্কিনের জন্য এ‌ ফেসিয়াল নয়।

হারবাল ফেসিয়াল (Herbal Facial)

হারবাল ফেসিয়াল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়, যার কোন সাইড এফেক্ট নেই। এটি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- অতিরিক্ত তৈলাক্ত, বিবর্ণ ভাব, ট্যান দূর করে ত্বক নরমাল রাখতে সাহায্য করে এবং আর্দ্রতা বজায় রাখে।

এ্যালোভেরা ফেসিয়াল (Aloevera Facial)

যাদের খুবই সেনসিটিভ স্কিন এবং স্কিনে দাগ আছে তাদের জন্য এ ফেসিয়াল উপকারী।রোদে পোড়া ভাব দূর করতেও এটি সাহায্য করে।

পার্ল ফেসিয়াল ( Pearl Facial)

পার্ল ফেসিয়াল সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য, তবে সেনসিটিভ ত্বকে এই ফেসিয়াল করা যাবে না। পার্ল ফেসিয়াল করার পর ত্বকে একটা হোয়াইটিশ আভা আসে এবং অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়।

নিম ফেসিয়াল(Neem Facial)

যাদের স্কিনে ব্রণের সমস্যা আছে তাদের জন্য এ ফেসিয়াল উপকারী। নিম ফেসিয়াল মুখের দাগ দূর করতেও আপনাকে সাহায্য করবে।

ট্যান রিমুভিং ফেসিয়াল (Tan Removing Facial)

রোদের পোড়া দাগ দূর করে স্কিন কে ব্রাইট করতে সাহায্য করবে এ ফেসিয়াল।যে কোন ধরনের স্কিনেই এ ফেসিয়াল করা যাবে।

ডায়মন্ড ফেসিয়াল (Diamond Facial)

এই ফেসিয়াল আনইভেন স্কিন টোনের উন্নতি করে আর বয়সের ছাপ লুকাতে সাহায্য করবে। ডায়মন্ড ফেসিয়াল ত্বকের অতিরিক্ত টক্সিন ধুয়ে-মুছে ত্বকে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয়। ফলে ত্বক অতি দ্রুত লাবণ্যতা ফিরে পায়।

কি ভাবছেন দিন শেষে বাড়ি ফিরে পার্লারে যাওয়ার আর সেই এনার্জি কোথায়! আপনার সেই কষ্টের কথা মাথায় রেখে রমণী নিয়ে এলো সব কিছু আপনার হাতের কাছে। কষ্ট করে আর পার্লারে যেতে হবে না। আপনি ঘরে বসেই যে কোনো সার্ভিস নিতে পারবেন খুব সহজেই। ছুটির দিনে নিজেকে প্যাম্পার করতে অথবা দিন শেষে সন্ধ্যায় বাড়ি ফিরেই আমাদের ফেসিয়ালের যে কোনো সার্ভিস নিতে পারবেন ঘরে বসেই। এছাড়াও রমণীর নানান অফার ও প্যাকেজ সম্পর্কে জানতে ও সার্ভিস নিতে সরাসরি রমণী পেজ এ ইনবক্স করুন অথবা কল করুন।