মাত্র ১৬০০ টাকায় জিতে নিন মাসের সেরা কমপ্লিট স্যালন প্যাকেজ!

দমে না যাওয়া নারীদের জন্য রমণী নিয়ে এসেছে বিশেষ প্যাকেজ।প্যাকেজটি তে যা যা থাকছে:
মেনিকিউর পেডিকিউর

আমরা মেয়েরা প্রতিদিনই নানান কাজে বাহিরে বের হয়ে থাকি। যার ফলে ধুলাবালিতে আমাদের হাত পা অনেক রুক্ষ হয়ে যায়। ত্বকের এই রুক্ষতা দূর করতে হলে আমাদের হাত ও পায়ের যত্ন নিতে হবে।রেগুলার মেনিকিউর ও পেডিকিউর করানোর মাধ্যমে নিজের হাত ও পা কে করে তুলুন সুন্দর ও আকর্ষনীয়।
হারবাল ফেসিয়াল

আমরা অনেকেই মনে করে থাকি, ২৫-৩০ বছরের আগে ফেসিয়াল করা ঠিক না। এ ধারণাটি সম্পূর্ণ ভুল। ফেসিয়াল আমাদের ত্বককে পরিষ্কার ও টান টান রাখে। তাই নিয়মিত ফেসিয়াল করলে বয়সজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।ত্বক পরিষ্কার রাখতে যেকোনো বয়সেই যেকোন ত্বকেই হারবাল ফেসিয়াল করানো যায়। হারবাল ফেসিয়াল ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করে ত্বকের সজীবতা বৃদ্ধি করে।এছাড়াও হারবাল ফেসিয়াল ত্বককে ভিতর থেকে হাইড্রেট করে।
প্রোটিন ট্রিটমেন্ট

একমাত্র চুলের সঠিক পরিচর্যাই পারে নেতিয়ে পড়া বিবর্ণ চুলকে ঝলমলে করতে।দুর্বল ও ভঙ্গুর চুলের অবস্থার পরিবর্তন করতে নিয়মিত প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট করা দরকার। নিয়ম মেনে করলে চুল আগের তুলনায় আরও বেশি ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল হবে। কোনো কারণে চুল ক্ষতিগ্রস্ত হলে বা দৈনন্দিন যত্নের অংশ হিসেবে এ ট্রিটমেন্ট অনন্য।
এছাড়াও এ তিনটি সার্ভিসের সাথে পাচ্ছেন কমপ্লিমেন্টারি ফুট ম্যাসেজ যা আপনার পায়ের সৌন্দর্য্য বৃদ্ধিতে সাহায্য করবে।
মাত্র ১৬০০ টাকায় বাসায় বসেই এ চারটি সার্ভিসের একটি কমপ্লিট গ্রুমিং প্যাকেজ পাচ্ছেন Romoni xyz এর মাধ্যমে।এ প্যাকেজটির মেয়াদ আগামী ২২ মার্চ পর্যন্ত।তো দেরি কিসের! আজই অর্ডার করুন।আমাদের এক্সপার্টস পৌঁছে যাবে আপনার দরজায়।আর এ জন্য আপনাকে Romoni অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।
bit.ly/romonibd
অথবা আমাদের সরাসরি ইনবক্স করুন।