৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। যে দিবসের জন্মই হয়েছিল অধিকার আদায়ের দাবিতে। প্রতি বছরই নারী দিবসের প্রতিপাদ্য ভাবনা থাকে।এবারের বিষয় হলো-"ভাবি সমান,হই চৌকস,বদলাই নতুনে।" নারী তারাই যাদের প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকতে হয়,প্রমান করতে করতে যাদের সফল হতে হয়,ঘরে বাইরে ভারসাম্য রক্ষায় যাদের প্রতিদিনের সংগ্রাম। দিবসটি পালনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে উচ্চারিত হয় নারী-পুরুষ সমতা এবং নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনের প্রত্যয়। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ্য হিসেবে এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে থাকেন।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস।সাম্প্রতিক বছরগুলোতে নারীরা যেভাবে ঘরের বাইরে বেরিয়ে যোগ্যতার সঙ্গে কাজ করছেন, তা আমাদের আশাবাদী করে, আমাদের প্রত্যয় জন্মায় যে সামনের দিনগুলোতে নারীরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।
নারী তার আপন স্বকীয়তায় ঘরে ও বাইরে সমান তালে এগিয়ে যাচ্ছে দূর্দান্ত গতিতে।অনেক নারীরই এই চলার ও সফলতার পেছনে রয়েছে বাবা,ভাই বা স্বামীর মতো পুরুষের উৎসাহ ও প্রেরনা। আর তাই এই নারী দিবসে আমরা রমনীর পক্ষ থেকে পৃথিবীর সকল নারীদের সাথে সেইসব পুরুষদেরও জানাই আন্তরিক শুভেচ্ছা।
সকল বাঁধা পেরিয়ে এগিয়ে যাওয়া নারীদের জন্য রমনী নিয়ে এসেছে দারুন সব অফার।
1.Gift a spa package only 1100 tk
40 min এর এই স্পেশাল প্যাকেজটি তে যা যা থাকছে:
10 minute foot relax massage,10 min hand relax massage,15 min neck and shoulder massage.
2.Extraordinary woman package only 1600 tk
60 min এর এই স্পেশাল প্যাকেজটি তে যা যা থাকছে:
1.manicure pedicure, 2.Herbal facial, 3.Protein hair treatment and complimentary foot massage.
3.I'm a diva package only 2499 tk
150 min এর এই স্পেশাল প্যাকেজটি তে যা যা থাকছে:
1.Half hands wax, 2.Half legs wax, 3.Manicure pedicure, 4.Herbal facial, 5.Protein treatment free eye brows.
বিশেষ দিবসে বিশেষ নারীদের এই প্যাকেজ গুলো হোম সার্ভিস দেয়ার জন্য রমনী থাকছে আপনাদের পাশে। তবে আর দেরি না করে আজই অর্ডার করুন।